মানসম্মত শিক্ষা
সমৃদ্ধ নৈতিকতা
সামগ্রিক উন্নয়ন
বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
BARAKATALI ML HIGH SCHOOL
INSTITUTE CODE: EIIN: 115163
বড় কাটালী, রামপাল, বাগেরহাট ।Email: bk.ml.hs@gmail.com | Mobile: 01718406054
Web: https://barakatalimlhighschool.edu.bd
  ব্রেকিং নিউজ  
| Class | Students |
|---|---|
| SIX(A,B) | 56 |
| Seven(A) | 20 |
| Eight(A) | 25 |
| NINE(A) | 47 |
| TEN(A) | 51 |
Grow In The Esteem of Future
‘ বিকশিত হও ভবিষ্যতের জন্য ’
হে দানবীর তোমার কাছে চির ঋণী
মোঃ আজাহার আলী হাওলাদার
বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
রামপাল,বাগেরহাট
স্মার্ট শিক্ষা
দক্ষিণ বাংলার বিস্তীর্ণ সমভূমি বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন পেড়িখালী ইউনিয়নের অন্তর্গত বড় কাটালী গ্রামে ১৯৬৭ খ্রিস্টাব্দে বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আজাহার আলী হাওলাদার প্রতিষ্ঠা করেছেন ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি এতদঞ্চলে জ্ঞানের প্রদীপ্ত প্রজ্জ্বালনের অভিপ্রায় সুপ্ত চমকপ্রদ প্রতিভার বিকাশ সু-প্রতিষ্ঠিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ বিদ্যালয় থেকে দক্ষতা, যোগ্যতা,মেধা ও মননের এক শৈল্পিক সমন্বয়ে বুদ্ধিমত্তার বিকাশ ঘটিয়ে দেশের বিভিন্ন কর্ম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে স্থান করে নিয়েছে। স্কুল ডায়েরি বিদ্যালয়ের পরিচিতি ও বার্ষিক রূপরেখার দর্পণস্বরূপ। বিশ্বায়নের যুগে ডিজিটাল দেশের বিদ্যালয়ের সকল কার্যাবলী কে সৃজনশীল ও গতিশীল করার অভিপ্রায় বিদ্যালয়ে ডায়েরি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিক্ষার্থী তার দৈনন্দিন কর্মকাণ্ডের ও তার শিক্ষকের পরবর্তী দিনের শিখনীয় বিষয় ডায়রিতে লিপিবদ্ধ করে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তির একান্ততা বৃদ্ধি ঘটে।বিদ্যলয়ের সকল বিধিমালার বাস্তবায়ন ঘটে ডায়েরী ব্যবহারের মাধ্যমে। ডায়েরীতে প্রদেয় বিধি অনুসরণ করে শিক্ষার্থীর পাঠ্য বিষয়ের পাশাপাশি আচরণ, দৃষ্টিভঙ্গি,প্রতিভা,আবেগ, নেতৃত্ব, দায়িত্ববোধ, আন্তরিকতা, শৃঙ্খলাবোধ,সহমর্মিতার প্রতিফলন ঘটে ডায়েরী ব্যবহারের মাধ্যমে আমারা প্রত্যাশা শিক্ষার্থীরা ডায়েরীর যথাযথ ব্যবহার করলে বিদ্যালয়টির সার্বিক কর্মকাণ্ডকে আরো বেশি বেগবান ও লেখাপড়ার মান উন্নত
জনাব ইসাদুল ফকির
সভাপতী,বিদ্যালয় পরিচালনা পর্ষদ
রামপাল,বাগেরহাট
স্মার্ট স্কুল স্মার্ট বাংলাদেশ
বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে অধিদপ্তরের নির্দেশনায় বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি প্রশংসনীয় সন্দেহ নেই।
সরকারের এই সিদ্ধান্ত আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েব সাইট চালু করার ফলে যে কেউ প্রতিষ্ঠানের যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে
এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে।
আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন। যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন।
যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক।
রামপাল উপজেলা একটি ক্ষুদ্র শিল্প সমৃদ্ধ অঞ্চল হওয়া সত্ত্বেও বর্তমান নারী সমাজ ধর্মীয় গোঁড়ামীর অনুশাসনে অবরুদ্ধ থেকে শিক্ষার আলো হতে বঞ্চিত ছিল দীর্ঘদিন।
তবে সময়ের বিবর্তনে বর্তমান শিক্ষা ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন। আর সে পরিবর্তনের ধারায় কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয়
এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে ‘‘বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়’’।
বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মোঃ আজাহার আলী হাওলাদার বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে আমাদেরকে করেছেন চির ঋণী।
এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, গর্ভনিংবডির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন
তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান
শিক্ষক এবং সুদক্ষ সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বোর্ড চূড়ান্ত পরীক্ষায় খুবই ভাল ফলাফল করতে সক্ষম হয়েছে।
বিদ্যালয়ে মনোরম একটি একাডেমিক ভবন, বাউন্ডারী ওয়াল ও গেইট নির্মান করা এবং একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায় বিদ্যালয়টি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।
অনাদী রায়
প্রধান শিক্ষক
বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েবসাইটে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম।
ওয়েবসাইটের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সেবার মান আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে আশা করছি।
অভিভাবকগণ এখন থেকে ঘরে বসে বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্য কার্যক্রম ও নোটিস দেখার সুযোগ পাবেন
এবং শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে কোন পরামর্শ ইমেইলে প্রেরণ করতে পারবেন।
একবিংশ শতাব্দির চ্যালেন্জ মোকাবেলা ও ডিজিটাল সেবায় আমরা ঐক্যবদ্ধভাবে কর্মকান্ড চালিয়ে যাব, যেন শিক্ষার্থীরা উন্নততর সেবা পেতে সক্ষম হয়
এবং সোনার মানুষ হিসবে গড়ে উঠে।
এ অগ্রযাত্রায় আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
মোঃ মাসুদ রানা হাওলাদার
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
| ১.টয়লেট সুবিধা আছে কি না ? | YES |
| ২.বিজ্ঞানাগার আছে কি না ? | YES |
| ৩.সততা ষ্টোর আছে কি না ? | YES |
| ৪.সংস্কৃতি চর্চা হয় কি না ? | YES |
| ৫.খেলা ধুলা চর্চা হয় কি না ? | YES |
| ৬.সমৃদ্ধ লাইব্রেরি আছে কি না ? | NO |
| ৭.মাল্টি মিডিয়া ব্যবহার/প্রয়োগ প্রতি শ্রেণি-পাঠদান হয় কি না ? | YES |
Copyright © 2022 All Right Reserved | Powered by : RAUD
